Notice Regarding Effect Of Covid-19 Pandemic In Education
শিক্ষা ক্ষেত্রে কোরোনার প্রভাব
করোনা অতিমহামারি অকস্মাৎ আমাদের এক অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। শিক্ষা ক্ষেত্রে এই অতিমহামারির প্রভাব ভয়ানক। চাঁচল কলেজের দুই তৃতীয়াংশ ছেলে মেয়ে প্রথম প্রজন্ম ও অতিদরিদ্র পরিবার থেকে লেখাপড়া করতে আসে।
আমরা এই অস্বাভাবিক অবস্থা মোকাবেলা করতে নিয়মিত অনলাইন ক্লাস নিচ্ছি। তাতে কিছুটা সফল হয়েছি। কিন্তু ঐ অতিদরিদ্র পরিবার থেকে আসা ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন নেই। তারা কোনো ভাবেই আমাদের এই প্রচেষ্টা থেকে উপকৃত হতে পারছেনা। শিক্ষক ও অভিভাবক হিসেবে আমরা মর্মাহত এবং তাদের ভবিষ্যৎ বিষয়ে উদ্বিগ্ন।
স্বচ্ছল পরিবারের ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ উপদেশ, তোমরা তোমাদের ফোন নম্বর আমাদের বিভাগীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে রেজিস্ট্রেশন করে ক্লাস নোট ইত্যাদি নিয়ে তাদের যদি সহযোগিতা কর তাহলে তারা কিছুটা হলেও উপকৃত হবে। এ বিষয়ে তোমাদের মতামত জানতে পারলে আমরা ব্যবস্থা নিব। ইতিবাচক ও গঠনমূলক পরামর্শের অপেক্ষায় আছি।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ
চাঁচল কলেজ