শিক্ষা ক্ষেত্রে কোরোনার প্রভাব
করোনা অতিমহামারি অকস্মাৎ আমাদের এক অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। শিক্ষা ক্ষেত্রে এই অতিমহামারির প্রভাব ভয়ানক। চাঁচল কলেজের দুই তৃতীয়াংশ ছেলে মেয়ে প্রথম প্রজন্ম ও অতিদরিদ্র পরিবার থেকে লেখাপড়া করতে আসে।
আমরা এই অস্বাভাবিক অবস্থা মোকাবেলা করতে নিয়মিত অনলাইন ক্লাস নিচ্ছি। তাতে কিছুটা সফল হয়েছি। কিন্তু ঐ অতিদরিদ্র পরিবার থেকে আসা ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন নেই। তারা কোনো ভাবেই আমাদের এই প্রচেষ্টা থেকে উপকৃত হতে পারছেনা। শিক্ষক ও অভিভাবক হিসেবে আমরা মর্মাহত এবং তাদের ভবিষ্যৎ বিষয়ে উদ্বিগ্ন।
স্বচ্ছল পরিবারের ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ উপদেশ, তোমরা তোমাদের ফোন নম্বর আমাদের বিভাগীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে রেজিস্ট্রেশন করে ক্লাস নোট ইত্যাদি নিয়ে তাদের যদি সহযোগিতা কর তাহলে তারা কিছুটা হলেও উপকৃত হবে। এ বিষয়ে তোমাদের মতামত জানতে পারলে আমরা ব্যবস্থা নিব। ইতিবাচক ও গঠনমূলক পরামর্শের অপেক্ষায় আছি।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ
চাঁচল কলেজ