প্রিয় ছাত্র ছাত্রীদের প্রতি,
চাঁচল কলেজ
দীর্ঘ লকডাউন এখনো শেষ হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানে ৩০/৯/২০২০ পর্যন্ত লকডাউন বলবৎ আছে। পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে।
ইতিমধ্যে, প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া চলছে। দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ভর্তি প্রক্রিয়া বিষয়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব হচ্ছে না। কারণ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে সিদ্ধান্ত নিতে পারছেনা। স্নাতক স্তরের পরীক্ষা কিভাবে নিবে। কোন প্রক্রিয়ায় তাদের পরবর্তী স্তরে প্রমোট করবে। তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে আমাদের সিদ্ধান্ত। আমি নিয়মিত পরীক্ষা নিয়ামকের সঙ্গে যোগাযোগ রাখছি। তিনি আমাকে জানিয়েছেন শীঘ্রই জানাবেন। কিন্তু শীঘ্রই বলতে কত দিন তা পরিষ্কার নয়।
তোমরা উদ্বিগ্ন হবেনা। আমরা তোমাদের সঙ্গে আছি। তোমাদের পঠনপাঠন ও মূল্যবান সময় যাতে নষ্ট না হয় তা দেখার দায়িত্ব আমাদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অত্যন্ত ভাবিত ও বিচলিত। শীঘ্রই সুরাহা হবে।
তোমাদের প্রতি বিশেষ উপদেশ, তোমরা নিয়মিত পঠনপাঠন চালিয়ে যাও। অনলাইন ক্লাসে সক্রিয়ভাবে উপস্থিত থাক। আমাদের বিভাগীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ সক্রিয়। পরবর্তী সব নোটিশ সেখানে দেখতে পাবে। সেখানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ আছে।
তোমাদের উৎকর্ষ কলেজের উৎকর্ষ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ