নোটিশ
চাঁচল কলেজের তৃতীয় বর্ষ তথা চুড়ান্ত বর্ষের স্নাতক পাঠরত (২০১৯-২০২০) ছাত্র ছাত্রীদের জ্ঞাত করা হচ্ছে যে,
১. এ বছর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের (Hon & Gen) ফাইনাল পরীক্ষা অনলাইনের মাধ্যমে (Open Book Examination) নেওয়া হবে।
২. যেদিন যে পেপারের পরীক্ষা থাকবে সেদিন প্রশ্নপত্র কলেজ এবং ইউনিভার্সিটির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, অথবা কলেজ থেকে ছাত্র-ছাত্রীদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে দেওয়া হবে।
৩. বাড়িতে বসে বই দেখে ছাত্র-ছাত্রীরা ওই প্রশ্নগুলির যথাযথ উত্তর লিখবে।
৪. ফুল স্কেপ সাদা কাগজে (যেগুলো জেরক্স/ প্রিন্ট আউটের জন্য ব্যবহার করা হয় ) নিজের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পেপার কোড, উত্তরপত্রটি কত পাতার ইত্যাদি উল্লেখ করতে হবে। উত্তর লেখা হয়ে গেলে উত্তরপত্রটি নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়েবসাইটে বা হোয়াটসঅ্যাপে কিংবা ইমেইলে পাঠাতে হবে।
৫. যারা 24 ঘণ্টার মধ্যে এসব মাধ্যমে পাঠাতে পারবে না তারা পরবর্তী নির্ধারিত সময়ে কলেজে গিয়েও জমা দিতে পারবে।
৬. প্রাকটিক্যাল পরীক্ষা গুলির জন্য কলেজ আলাদা করে নোটিশ দেবে।
৭. যাদের কোনো একটি বিষয়ে ব্যাক আছে, তাদের ব্যাক বিষয়ে একই পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে।
৮. পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দিলে তৎক্ষণাৎ কলেজ নিজেদের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে নোটিশ জারি করবে।
৯. দ্বিতীয় সেম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা বিষয়ে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত হয়নি।
যতক্ষণ না এবিষয়ে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ কলেজ তাদের ভর্তি নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না।
১০. তৃতীয় বর্ষের তথা চুড়ান্ত বর্ষের ছাত্র ছাত্রীদের মধ্যে কেউ ভর্তি না হয়ে থাকলে তারা পরীক্ষার Admit Card পাবেনা। ভর্তির তথ্যের উপর ভিত্তি করে বৈধতা বিচার করা হবে। তাদের জন্য অনলাইন ভর্তি প্রক্রিয়া আবার শুরু হবে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ
চাঁচল কলেজ, মালদহ