Notice Regarding Willing Candidates ForTaking Admission

Posted on Sep 15, 2020 in Notice

NOTICE

চাঁচল কলেজে ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের প্রতি

চাঁচল কলেজে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। আজ মধ্য রাতে শেষ হবে। ছ’টি মেরিট লিস্ট বের হয়েছে। তা সত্বেও বেশ কিছু বিভাগে শুন্য আসন আছে। উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি চেয়ে আবেদন করছি। অনুমতি পেলে পরবর্তী ভর্তি প্রক্রিয়া শুরু হবে। কলেজের ওয়েব সাইটে সর্বশেষ খবর জানতে পারবে। যেহেতু ভর্তি প্রক্রিয়া সরকার কর্তৃক কঠোরভাবে নিয়ন্ত্রিত । তাই কলেজ কর্তৃপক্ষের বিশেষ কোনো এখতিয়ার নেই। সরকারি নির্দেশ অনুসারে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে। আমরা আমাদের ইনটেক ক্যাপাসিটির সব আসন পূর্ণ করতে যথাসাধ্য চেষ্টা করব।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ