Notice Regarding Part III Examination

Posted on Sep 30, 2020 in Notice

নোটিশ

আসন্ন তৃতীয় বর্ষের চুড়ান্ত পরীক্ষার পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। প্রথম বর্ষে অথবা দ্বিতীয় বর্ষে তাদের কোনো বিষয়ে ব্যাক বা পিএনসি থাকলে নীচের বিষয় গুলো
মনে রাখবে।

১) PNC-1 মানে প্রথমবর্ষে একটি বিষয়ে ব্যাক।

২) PNC-2 মানে দ্বিতীয় বর্ষে একটি বিষয়ে ব্যাক।

৩) পুরানো নিয়মে PNC-1 থাকলে তৃতীয় বর্ষের পরীক্ষায় বসা যেতনা। বর্তমানে PNC-1 থাকলেও তৃতীয় বর্ষের পরীক্ষায় বসা যাবে।

৪) এখন তোমরা ৫০ নাম্বারের ENVS ছাড়া বাকি সব বিষয় ১০০ নাম্বারের পরীক্ষা দেবে। আগের মতো ২০ মার্কের MCQ আর ৮০ মার্কের রচনাধর্মী।

৫) তোমরা ২৫ তারিখের নতুন রুটিন অনুযায়ী তৃতীয় বর্ষের পরীক্ষায় বসার পাশাপাশি ১৫.১০.২০২০ তারিখে PNC-1 ও ১৬.১০.২০২০ তারিখে PNC-2 এর সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে।

৬. ৩০/৯/২০২০ থেকে Admit card generate হবে।
University এর পরীক্ষা সংক্রান্ত ওয়েব পোর্টাল থেকে হবে। www.ugbexam.net

পরবর্তী নোটিশে পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দেওয়া হবে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ
চাঁচল কলেজ