নোটিশ
পার্ট থ্রী ফাইনাল পরীক্ষা বিষয়ে খুব জরুরি তথ্য:
১. ব্যাক বা পিএনসি পার্ট ওয়ান ও পার্ট টু সাপ্লিমেন্টারি পরীক্ষার অ্যাডমিট এখন বের হবে না। ৫ তারিখের পর হবে।
২. যাদের পাঁচ বছর অতিক্রম হয়ে গেছে, তাদের রেজিস্ট্রেশন যদি ২০১৪-১৫ সালে হয়, তাহলে তাদের পারমিশন হবে। কিন্তু কয়েক দিন পরে হবে।
৩. যদি অ্যাডমিট কার্ডে কোনো ভুল তথ্য থাকে, তাহলে কলেজের সৃজন শোমের হোয়াটসঅ্যাপে আবেদন পাঠিয়ে দাও।
৪. যাদের রেজিস্ট্রেশন বা অ্যাডমিট ডাউনলোড হচ্ছে না, তাদের রেজাল্ট চেক করতে হবে। সম্ভবত তারা পাশ করে গেছে। অন্যথা আবেদন করতে হবে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ
চাঁচল কলেজ
০১/১০/২০২০