Notice Regarding Close Of Admission Of The Session 2020-2021

Posted on Oct 19, 2020 in Notice

নোটিশ

সংশ্লিষ্ট সকলকে অবগত করা হচ্ছে যে, চলমান ভর্তি প্রক্রিয়া আগামী ৩০/১০/২০২০ শেষ হচ্ছে।

ইতিমধ্যে, ১৫ টি মেরিট লিস্ট প্রকাশ করে ভর্তি সুসম্পন্ন হয়েছে। তা সত্বেও, সংরক্ষিত কিছু আসন এখনো ফাঁকা আছে।
সংরক্ষিত আসন গুলোকে অসংরক্ষিত ঘোষণার আর্জি জানিয়ে জেলা শাসকের কাছে আবেদন করা হয়েছে। আশা করছি, খুব শীঘ্রই ইতিবাচক সাড়া পাব।

জেলা শাসকের অনুমতি পেলে, মেরিট লিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত উইলিং নেওয়া হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যথা সময়ে কলেজের ওয়েব সাইট ও হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ দেওয়া হবে।

যারা ইতিমধ্যে ভর্তি হয়েছে তাদের বলা হচ্ছে, কলেজ খুললে ডকুমেন্ট ভেরিফিকেশনের করাতে হবে। যারা ভর্তি ক্যানসেল করাতে চায় তারা ইমেইল করে জানাতে পারে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ