NOTICE REGARDING DOCUMENT VERIFICATION AND SCOLARSHIP FOR 1ST YEAR NEW STUDENTS OF 2020-2021

Posted on Oct 27, 2020 in Notice

নোটিশ
২০২০-২১ শিক্ষা বর্ষে ভর্তি হওয়া সকল ছাত্র-ছাত্রীদের জ্ঞাত করা হচ্ছে যে, আগামী ০২/১১/২০২০ থেকে তাদের সংশ্লিষ্ট ডকুমেন্ট ভেরিফিকেশন ও স্কলারশিপের ডকুমেন্ট গ্রহণ করা হবে। মনে রাখতে হবে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সাবজেক্টের ছাত্রছাত্রীদের ভেরিফিকেশন হবে। ঐদিন আসতে না পারলে, তাদের পরে আবার নোটিশ করে আসতে বলা হবে। এ সময় যেহেতু কলেজ ছুটি চলছে, তাই শুধু মাত্র সংশ্লিষ্ট ছাত্র ছাত্রী ছাড়া অন্য কেউ আসতে পারবে না। অন্য কোনো পরিষেবাও থাকবে না।
২/১১/২০২০ আরবি ও বাংলা অনার্স
৩/১১/২০২০ ইংরেজি ও সংস্কৃত অনার্স
৪/১১/২০২০ দর্শন ও রাষ্ট্র দর্শন অনার্স
৫/১১/২০২০ অঙ্ক ও ভূগোল অনার্স
৬/১১/২০২০ ইতিহাস, বাণিজ্য ও অর্থনীতি অনার্স
৭/১১/২০২০ জেনারেল কোর্স শুধু মাত্র মেয়ে ২৫০ জন
৯/১১/২০২০ শুধু মাত্র মেয়ে ২৫০
১০/১১/২০২০ শুধু মাত্র মেয়ে ২৫০
১১/১১/২০২০ জেনারেল কোর্স – শুধুমাত্র ছেলে ২৫০ জন
১২/১১/২০২০ শুধু মাত্র ছেলে ২৫০
১৩/১১/২০২০ শুধু মাত্র ছেলে ২৫০
১৪/১১/২০২০ অবশিষ্ট ছেলে ও মেয়ে  অনার্স
১৫/১১/২০২০ অবশিষ্ট ছেলে ও মেয়ে জেনারেল কোর্স
১৬/১১/২০২০ অবশিষ্ট ছেলে ও মেয়ে জেনারেল কোর্স
জ্ঞাতব্য, প্রার্থী ছাড়া অন্য কেউ ভেরিফিকেশনের জন্য আসতে পারবে না। কভিড-১৯ বিধি মেনে কলেজ আসতে হবে।
অরিজিনাল ডকুমেন্ট দেখাতে হবে। দুই সেট জেরক্স নিজের সহি করা ডকুমেন্ট জমা করতে হবে। দুই সেটে একটি করে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে। কোনো টাকা পয়সা জমা করতে হবে না।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ
চাঁচল কলেজ
২৪/১০/২০২০