নোটিশ
চাঁচল কলেজের সকল ছাত্র/ছাত্রীদের জ্ঞাত করা হচ্ছে যে, স্কলারশিপ, লাইব্রেরী, রেজাল্ট ও ভর্তি ইত্যাদি বিষয়ে জানতে নিম্নোক্ত কলেজ শিক্ষাকর্মীদের সঙ্গে যোগাযোগ কর। তারা তোমাদের সঙ্গে সব ধরনের সহযোগিতা করবে।
১. অপর্ণা মন্ডল (লাইব্রেরীয়ান, একমাত্র লাইব্রেরী বিষয়ে)
Ph. 9064582242
২. মৌসুমী চক্রবর্তী (লাইব্রেরী বিষয়ে) ph. 9563269281
৩. সুজাতা ভট্টাচার্য
ফোন নম্বর: ৯৯৩২৩১৬৬১৩/৯৯৩২৭৪৯২১৯
৪. অপু চন্দ্র দাস
ফোন নম্বর ৯০০২০৬২৩৩৭
৫. ডালিম সাহা
ফোন নম্বর: 9851179581
৬. সৃজন শোম
ফোন নম্বর 8335097867
৭. আমানত সরকার
ফোন নম্বর 9733891666
৮. নুরসেদ আলি (শুধুমাত্র স্কলারশিপ বিষয়ে)
ফোন নম্বর 7029758299
সকলের হোয়াটসঅ্যাপ আছে। প্রয়োজনে ডকুমেন্ট দিয়ে কমপ্লেন্ট/অ্যাপ্লিকেশন করতে পারবে।
উল্লেখিত কলেজ আধিকারিক/ শিক্ষাকর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে, অফিস চলাকালীন সময়ে তাদের মোবাইল অন রাখতে এবং ছাত্র ছাত্রীদের সার্বিক সহায়তা প্রদান করতে। কোনো বিষয়ে জানা না থাকলে সর্বশেষ তথ্য জেনে নিতে হবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট থেকে। জানি না বলে ছাত্র ছাত্রীদের তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত করা যাবেনা। এই দায়িত্ব সম্পাদন আবশ্যিক। স্বেচ্ছামূলক নয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ
চাঁচল কলেজ