NOTICE FOR ESSAY COMPETITION FOR ALL THE STUDENTS OF BA,B.SC & B.SC

Posted on Dec 1, 2020 in Notice

নোটিশ

চাঁচল কলেজের সকল ছাত্র ছাত্রীদের এতদ্বারা জ্ঞাত করা হচ্ছে যে, প্রতিটি বিভাগের সকল ছাত্র ছাত্রীদের প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হচ্ছে। বিষয়: করোনা আবহে ই-লার্নিং এর উপযোগিতা। পরিধি: ৩০০ শব্দ সমন্বয়ে। ভাষা মাধ্যম: বাংলা, ইংরেজি, আরবি ও সংস্কৃত। ১৫/১২/২০২০ তারিখের মধ্যে জমা করতে হবে।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র ছাত্রীদের কলেজের পক্ষ থেকে পুরষ্কৃত করা হবে।
প্রবন্ধ পাঠাতে হবে নিজ বিভাগীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে। বিস্তারিত পরিচয় দিয়ে। যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ
চাঁচল কলেজ
১/১২/২০২০