Notice For Opening Of Admission portal 2020-2021

Posted on Dec 5, 2020 in Notice

নোটিশ

এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে অবগত করা হচ্ছে যে, চাঁচল কলেজে নতুন ভর্তির জন্য অনলাইন পোর্টাল খুলে দেওয়া হয়েছে। যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের বলা হচ্ছে, কলেজ ওয়েবসাইট খুলে প্রথম ভর্তির ফর্ম ফিলাপ করতে হবে। তারপর মেরিট লিস্ট অনুসারে ভর্তি। পূর্বের ফর্ম ফিলাপ ও মেরিট লিস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এক সপ্তাহের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ। এটাই চুড়ান্ত তথা শেষ সুযোগ। ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে। অনার্স ও পাস উভয় কোর্সে ভর্তি করা হবে। শুন্য আসনগুলোতে। খুব সীমিত আসন ফাঁকা আছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ
চাঁচল কলেজ
৪/১২/২০২০