Notice Regarding 1st Semester Final Verification

Posted on Mar 5, 2021 in Notice

নোটিশ

এতদ্বারা সংশ্লিষ্ট সকল ছাত্র ছাত্রীদের জ্ঞাত করা হচ্ছে যে, কলেজে ইলেকশনের ট্রেনিং চলবে। এজন্য  প্রথম সেমিষ্টারের সকল ছাত্র ছাত্রীদের  ডকুমেন্ট খুব তাড়াতাড়ি ভেরিফিকেশন করে নিতে হবে। নচেৎ আর করা যাবেনা।
তবে, প্রথম সেমিষ্টারের সকল ছাত্র ছাত্রীদের এখনো রেজিস্ট্রেশন  হয় নি তাদের ৭/৩/২১ মধ্যে করতে হবে। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে। অতএব সকলের রেজিট্রেশন করা বাধ্যতামুলক।

রেজিষ্ট্রেশন করে রেজিস্ট্রেশনের প্রিন্ট আউট এবং ভর্তির সংক্রান্ত সব কাগজপত্র ৮/৩/২১  এ সকাল 11 টার মধ্যে অবশ্যই কলেজে জমা করতে হবে। ডকুমেন্ট জমা না করলে রেজিস্ট্রেশন অ্যাপ্রোভ করা সম্ভব হবে না।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ

4.3.2021